যোগীন্দ্রনাথ সেন (১৮৮৩ – ২২-৫-১৯১৬) চন্দননগর-হুগলী। শিবপুর কলেজে পড়বার সময় ১৯১০ খ্ৰী. বিলাত যান। লিড়সা বিশ্ববিদ্যালয় থেকে বিএস-সি পাশ করেন। ইঞ্জিনীয়ার হয়ে তিনি পূর্ত বিভাগে কাৰ্য গ্ৰহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় সমর বিভাগের অফিসারের কাজের জন্য আবেদন না-মঞ্জুর হওয়ায় আল্পস ব্যাটেলিয়নে সামান্য সৈনিকের পদে কাজ করেন। এই ব্যাটেলিয়ন পরে ওয়েস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের সঙ্গে যুক্ত হলে তাঁকে শিক্ষার জন্য মিশরে পাঠানো হয় এবং সেখান থেকে ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতার জন্য ৩টি পদক পান। ফ্রান্সে যুদ্ধক্ষেত্রেই বিপক্ষদলের গুলিতে মারা যান।
পূর্ববর্তী:
« যোগীন্দ্রনাথ সরকার
« যোগীন্দ্রনাথ সরকার
পরবর্তী:
যোগীন্দ্রনারায়ণ, মহারাজা »
যোগীন্দ্রনারায়ণ, মহারাজা »
Leave a Reply