যোগীন্দ্রনাথ সরকার (১২-৭-১২৭৩ – ১২-৩-১৩৪৪ ব.) ন্যাতড়া-চব্বিশ পরগনা। আদিনিবাস-যশোহর। নন্দলাল। প্রখ্যাত শিশু-সাহিত্যিক। ছোটদের অক্ষর পরিচয় থেকে সাহিত্য-রস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশুসাহিত্য-রচনায় পথিকৃতের সম্মান লাভ করেছেন। ছোটদের জন্য লেখার সঙ্গে তাদের মনোহরণের অপূর্ব সহযোগিতা করে তাঁর বইয়ের ছবিগুলি। বহুদিন পর্যন্ত তাঁর রচিত ছড়া- ‘অজগর আসছে তেড়ে/আমটি আমি খাব পেড়ে’ দিয়ে এদেশে শিশুশিক্ষা শুরু হয়েছে। দেওঘর স্কুল থেকে প্রবেশিকা পাশের পর তিনি কিছুদিন কলিকাতা সিটি কলেজে পড়েন। নানা কারণে পড়া শেষ করতে পারেন নি। সিটি কলেজিয়েট স্কুলে ১৫ টাকা বেতনের শিক্ষকতা করার সময় থেকেই শিশুসাহিত্য রচনা শুরু করেন। আজগুবী ছড়া-রচনায় অসাধারণ দক্ষতা ছিল। তাঁর সঙ্কলিত সচিত্র ‘হাসি ও খেলা’ (১৮৯১) গ্ৰন্থটি বাংলায় শিশুদের জন্য রচিত সর্বপ্রথম বই। ‘সখা’, ‘সখী’, ‘মুকুল’, ‘বালকবন্ধু’, ‘বালক’, ‘সন্দেশ’ প্রভৃতি শিশুদের পত্রিকাতে লিখতেন। নিজের রচনা ছাড়াও সম্পাদনার কাজ করতেন। শিশুদের জন্য লেখা বিলাতী উদ্ভট ছন্দ ও ছড়ার অনুকরণে ও অনুসরণে ‘হাসি রাশি’ নামে একখানি সচিত্র পুস্তক তিনি প্রকাশ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর সংগৃহীত খুকুমণির ছড়া প্ৰকাশিত হয়ে (১৮৯৯) শিশুরাজ্যে তাকে সুপ্রতিষ্ঠিত করে। তবে তাঁর রচিত ‘হাসিখুসি’ (১৮৯৭) বইখানিই তাকে অমরত্ব দান করেছে। ১৮৯৬ খ্রী। তিনি ‘সিটি বুক সোসাইটি’ নামে প্ৰকাশন-সংস্থা স্থাপন করেন। ব্ৰাহ্ম-ধর্মাবলম্বী ছিলেন। তাঁর রচিত ও সঙ্কলিত ৩০ খানি শিশু-গল্প ও ছড়া গ্রন্থের মধ্যে ছড়া ও ছবি, রাঙাছবি, ‘হাসির গল্প’, ‘পশুপক্ষী’, ‘বনে জঙ্গলে’, ‘গল্পসঞ্চয়’, ‘শিশু চয়নিক’, ‘হিজিবিজি’ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। শিশুদের উপযোগী ২১ খানি পৌরাণিক গ্ৰন্থ এবং ‘জ্ঞানমুকুল’, ‘সাহিত্য’, ‘চারুপাঠ’, ‘শিক্ষাসঞ্চয়’ প্রভৃতি ১৩/১৪ খানি স্কুলপাঠ্য গ্ৰন্থও তিনি রচনা করেন। ৫৭৯-১৯০৫ খ্রী., ‘বন্দেমাতরম’ নামে একখানি জাতীয় সঙ্গীত-সংগ্ৰহ প্ৰকাশ করেছিলেন। ১৯২৩ খ্রী. পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েও তিনি রচনা ও প্রকাশনার কাজ করে গিয়েছেন। প্ৰখ্যাত ডাক্তার স্যার নীলরতন তাঁর সহোদর।
পূর্ববর্তী:
« যোগীন্দ্রনাথ সরকার
« যোগীন্দ্রনাথ সরকার
পরবর্তী:
যোগীন্দ্রনাথ সেন »
যোগীন্দ্রনাথ সেন »
Leave a Reply