যোগীন্দ্রনাথ সমাদ্দার (২০-৭-১৮৮৩ –- ১৮-১১-১৯২৮) কচুবাড়িয়া (স্বর্ণগ্রাম)-যশোহর। বিপিনবিহারী। কলিকাতা বঙ্গবাসী ও প্রেসিডেন্সী কলেজে শিক্ষা শেষ করে টাঙ্গাইল কলেজে ইংরেজী ও ইতিহাসের অধ্যাপক হন। এরপর অর্থনীতি ও ইতিহাসের অধ্যাপক হয়ে হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে যান। এখানে থাকাকালে অর্থনীতি-বিষয়ে প্রথম বাংলা গ্ৰন্থ রচনা করেন। হাজারিবাগ থেকে তিনি পাটনা গভর্নমেন্ট কলেজে ইতিহাসের অধ্যাপকরূপে যোগদান করেন। এখানে কিছুকালের মধ্যেই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ‘প্ৰত্নতত্ত্ববারিধি’ ও ‘প্ৰত্নতত্ত্ববাগীশ’ উপাধি পান। রয়্যাল হিস্টরিক্যাল সোসাইটি, রয়্যাল ইকনমিক সোসাইটি, রয়্যাল সোসাইটি অফ আর্টস প্রভৃতির প্রথম বাঙ্গালী সভ্য, হিস্টরিক্যাল সোসাইটির কাউন্সিলের ও ইন্ডিয়ান হিস্টরিক্যাল রেকর্ডস কমিশনের সদস্য এবং পাটনা ও বেনারস বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। তিনিই পাটনা মিউজিয়মের স্থাপনকার্যের অন্যতম প্রধান উদ্যোক্তা এবং প্ৰথম সম্পাদক ও কিউরেটর। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘সমসাময়িক ভারত’ (৯ খণ্ড), ‘সাহিত্য পঞ্জিকা’, ‘Glories of Magadha’, ‘Economic Condition of Ancient India’, ‘Economic History of Bihar’, ‘চতুৰ্বেদ’, ‘পঞ্চবাণ’, ‘দেশভক্তি’ প্রভৃতি। এছাড়া তাঁর সম্পাদিত গ্রন্থ: ‘Sir Ashutosh Memorial Volume’, ‘Seir-ul-Mutaqherin’।
পূর্ববর্তী:
« যোগীন্দ্রনাথ বসু
« যোগীন্দ্রনাথ বসু
পরবর্তী:
যোগীন্দ্রনাথ সরকার »
যোগীন্দ্রনাথ সরকার »
Leave a Reply