যোগীন্দ্রনাথ বসু (১৮৫৭ – ১৯২৭) নিতাড়া–চব্বিশ পরগনা। বাংলা সাহিত্যে খ্যাতিমান জীবনচরিতকার। দেওঘর স্কুলের প্রধানশিক্ষক থাকা কালে তাঁর ছাত্র ছিলেন সখারাম গণেশ দেউস্কর। বঙ্গভাষার এই প্ৰতিষ্ঠাবান লেখককে স্যার আশুতোষ, স্যার গুরুদাস প্রমুখ মনীষিগণ প্রকাশ্য সভায় ‘কবিভূষণ’ উপাধি প্ৰদান করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘অমরকীর্তি অথবা ফাদার দামিয়েনের জীবন-চরিত’, ‘অহল্যা-বাঈ’, ‘শিবাজী’, ‘পৃথ্বীরাজ’, ‘দেববালা’, ‘তুকারাম-চরিত’, ‘পতিব্ৰতা’, ‘মাইকেল মধুসূদন দত্তের জীবন-চরিত’। শেষোক্ত গ্ৰন্থটি বর্তমান কাল পর্যন্ত গবেষণামূলক প্রামাণ্য গ্ৰন্থ বলে স্বীকৃত। ‘ভারতের মানচিত্র’-শীর্ষক প্ৰসিদ্ধ কবিতাটি তাঁরই রচনা। সাপ্তাহিক ‘সুরভি’ পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« যোগীন্দ্রনাথ বসু
« যোগীন্দ্রনাথ বসু
পরবর্তী:
যোগীন্দ্রনাথ সমাদ্দার »
যোগীন্দ্রনাথ সমাদ্দার »
Leave a Reply