যোগানন্দ, স্বামী (? – ৭-৩-১৯৫২) কলিকাতা। ভগবতীচরণ ঘোষ। প্রকৃত নাম মুকুন্দলাল। ১৯২০ খ্রী. বি.এ. পাশ করে আমেরিকা যান এবং বোস্টন শহরে। ‘যোগদা’ কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা করে ১৯২৫ খ্ৰী. লস এঞ্জেলস শহরে তার প্রধান কেন্দ্ৰ স্থাপন করেন। ১৯৪৯ খ্রী. তাঁর উদ্যোগে আমেরিকায় গান্ধীস্মৃতি-মন্দির স্থাপিত হয়। একটি ত্রৈমাসিক পত্রিকা ও গ্রন্থাদি প্ৰকাশ করে আমেরিকায় তিনি সর্বধর্ম-সমন্বয়ের বাণী প্রচার করেন। কালিফোর্ণিয়ায় Self Religion Fellowship (S.R.F.) নামে বিরাট যোগকেন্দ্র খুলেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে যোগদা-মঠ প্রতিষ্ঠা করেছিলেন। লস এঞ্জেলস শহরে বিনয়রঞ্জন সেনের সংবর্ধনা সভায় বক্তৃতা করতে উঠে বক্তৃতা-মঞ্চেই মারা যান। রচিত গ্ৰন্থ: ‘Auto-biography of a Jogi’। খ্যাতনামা ব্যায়ামবিদ বিষ্ণুচরণ তাঁর সহোদর।
পূর্ববর্তী:
« যোগানন্দ দাস
« যোগানন্দ দাস
পরবর্তী:
যোগীন্দ্রনাথ বসু »
যোগীন্দ্রনাথ বসু »
Leave a Reply