যোগানন্দ দাস (১৮৯৩ – ২৯-৮-১৯৭৯)। পিতা ডাক্তার সুন্দরীমোহন দাস কলিকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্র যোগানন্দ শিবনাথ শাস্ত্রী, বিপিনচন্দ্ৰ পাল, অরবিন্দ ঘোষ প্রভৃতির সংস্পর্শে এসে রাজনীতিক্ষেত্রে প্রবেশ করেন এবং চতুর্থ বার্ষিক শ্রেণীতে পড়ার সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ‘গোলামখানা ছাড়ো’ আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করে কলেজের পড়া ছেড়ে দেন। ন্যাশনাল ইনফরমারি (পরবর্তী কালের ন্যাশনাল মেডিক্যাল কলেজ) সংগঠনে তিনি তাঁর পিতাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। ১৯৪৩ খ্রী বাঙলাদেশের দুর্ভিক্ষে তাঁর ত্রাণকাৰ্য বিশেষ উল্লেখযোগ্য। ‘শনিবারের চিঠি’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। ‘প্রবাসী’ ও ;মডার্ণ রিভিয়ু’র সম্পাদকীয় বিভাগের সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন। একদা ‘নয়াবাদ’, ‘নব্যভারত’, ‘সোনার বাংলা’, ‘তত্ত্বকৌমুদী, ‘দেশ’ প্রভৃতি পত্রপত্রিকায় নামে বেনামে তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে। তাঁর কৌতুককর কয়েকটি ছদ্মনাম-অবলা, নলিনীকান্ত হাঁ এম-এ এ-জেড, এশিয়াকান্ত ভারতী, খোঁ নাঁ ভূঁ তঁ, গাজী আব্বাস বিটকেল, সরোসচন্দ্র বেশ লিখচ প্রভৃতি। ‘লোকসেবক’ এবং সাধারণ ব্ৰাহ্মসমাজের মুখপত্ৰ ‘ইন্ডিয়ান মেসেঞ্জার’ পত্রিকারও সম্পাদনা করেছেন। ইংরেজী ও বাংলা ভাষায় সুবক্তা ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘রামমোহন ও ব্রাহ্ম আন্দোলন’, ‘Rammohan — the Moderniser’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« যুধিষ্ঠির জানা
« যুধিষ্ঠির জানা
পরবর্তী:
যোগানন্দ, স্বামী »
যোগানন্দ, স্বামী »
Leave a Reply