যুগলপদ দাস (১৮৯৬ – ২৫-৮-১৯৭৬) কোপা—বীরভূম। অল্পবয়স থেকে অনুশীলন দলের সঙ্গে যুক্ত হন। রাজশাহী জেলাতে তাঁর রাজনীতির পাঠ শুরু। পরে জাতীয় আন্দোলনে ও সাম্যবাদী আন্দোলনে জড়িত ছিলেন। ১৯৩০ খ্রী. থেকে ১৯৫১ খ্রী. পর্যন্ত তিনি কয়েকবার কারাদণ্ড ভোগ করেন। সক্রিয় বৈপ্লবিক সংগ্রামে আরসিপিআই-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই দল ১৯৪৮ খ্রী. দ্বিধাবিভক্ত হয়ে যায়। যুক্ত দলের শেষ তাৎপৰ্যপূর্ণ অধিবেশন তাঁর এলাকায় জোগাই গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। ঐ সম্মেলনে আরসিপিআই সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থানের প্রস্তাব গ্ৰহণ করে এবং তার থেকেই দমদম বসিরহাট প্রভৃতি অঞ্চলে সশস্ত্ৰ সংগ্রামের ঘটনা ঘটে। এই কারণে তাকেও শেষ পর্যন্ত অনেক দুৰ্ভোগ ও নির্যাতন ভোগ করতে হয়। শেষের দিকে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। দারিদ্র্যের মধ্যে তাঁর শেষ-জীবন কাটে।
পূর্ববর্তী:
« যুগলকিশোর দত্ত
« যুগলকিশোর দত্ত
পরবর্তী:
যুধিষ্ঠির জানা »
যুধিষ্ঠির জানা »
Leave a Reply