যামিনী সরকার (১৯১১ — ১৯৭৯) ভারতে স্কাউট আন্দোলনের পথিকৃৎ। ১৯২৪ খ্রী. গোল্ড কর্ড সহ কিংস স্কাউট হন। ১৯৩৭ খ্রী. হল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জাম্বুরির জন্য ভারত উপমহাদেশের ইনস্ট্রাক্টর নিযুক্ত হয়েছিলেন। ১৯৪৩ খ্রী. বাঙলার মন্বন্তরে দক্ষতার সঙ্গে লঙ্গরখানা পরিচালনা করেন। ১৯৪৬ খ্রী. ভারতীয় রেড ক্ৰশ সোসাইটির পক্ষ থেকে তিনি নোয়াখালিতে গান্ধীজীর শান্তি মিশনের সঙ্গে ছিলেন। পরের বছর গান্ধীজী তাকে চট্টগ্রামের বন্যাত্রাণের কাজে পাঠান। সরকারের অনুরোধে পূর্ব-পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের জন্য সীমান্ত অঞ্চলে মধ্যবর্তীকালীন অস্থায়ী শিবির পরিচালনা করেন। ভুপালে কেন্দ্রীয় সরকারের উদ্বাস্তুদের জন্য শহর পত্তনের কাজে তাঁর যথেষ্ট অবদান আছে। চা-বোর্ডে কর্মরত অবস্থায় দেশের চা-শ্রমিকদের সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা প্ৰস্তুত করেন। ১৯৭০ খ্ৰী চা-বোর্ডের সহকারী ডিরেক্টর-পদ থেকে অবসর গ্ৰহণ করেন। ১৯৬৪ খ্রী. টোকিও অলিম্পিকে ভারতীয় দলের অন্যতম কর্মকর্তা ছিলেন।
পূর্ববর্তী:
« যামিনী রায়
« যামিনী রায়
পরবর্তী:
যামিনী সেন, ডাঃ »
যামিনী সেন, ডাঃ »
Leave a Reply