যামিনীভূষণ রায় (১৮৭৯ – ১১-৮-১৯২৬) পয়োগ্রাম-খুলনা। পঞ্চানন রায় কবিচিন্তামণি।। ১৪ বছর বয়সে ভবানীপুর সাউথ সুবার্বন স্কুল থেকে প্রবেশিকা ও সংস্কৃত কলেজ থেকে বি.এ. পাশ করে একই সঙ্গে এম-এ এবং কলিকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়তে থাকেন। এইসময় তিনি পিতার কাছে আয়ুৰ্বেদও পড়তেন। যথাসময়ে এমএ (মেডেল সহ) এবং এম.বি. পাশ করেন। কিন্তু ডাক্তারী চিকিৎসায় প্ৰবৃত্ত না হয়ে কলিকাতার বিখ্যাত কবিরাজ মহামহোপাধ্যায় বিজয়রত্ন সেনের কাছে আয়ুৰ্বেদ শিক্ষা শেষ করে বগলা মারোয়াড়ী হাসপাতালের কবিরাজ হন। অল্পদিনেই কবিরাজী চিকিৎসার নৈপুণ্যে প্রচুর যশ ও অর্থ উপার্জন করেন। প্ৰাচ্য ও পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা শিক্ষা দেবার জন্য মনোমোহন পাড়ের দান-করা জমিতে একটি আয়ুৰ্বেদ কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি গৃহনির্মাণে ব্ৰতী হন। কিন্তু আরব্ধ কাজের শেষ দেখে যেতে পারেন নি। মৃত্যুর একদিন আগে উক্ত কলেজের জন্য ২ লক্ষ টাকা দান করেন। বর্তমানে এই কলেজের নাম ‘যামিনীভূষণ অষ্টাঙ্গ আয়ুৰ্বেদ বিদ্যালয় ও আয়ুৰ্বেদীয় আরোগ্যশালা’।
পূর্ববর্তী:
« যামিনীপ্ৰকাশ গঙ্গোপাধ্যায়
« যামিনীপ্ৰকাশ গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
যুগলকিশোর দত্ত »
যুগলকিশোর দত্ত »
Leave a Reply