যামিনীকান্ত সোম (২৫-১১-১৮৮২ — ১৯৬৪) মেদিনীপুর। এলাহাবাদে কায়স্থ পাঠশাল কলেজে পড়ার সময় অধ্যক্ষ রামানন্দ চট্টোপাধ্যায়ের কাছে সাহিত্যের পাঠ পেয়েছিলেন। এলাহাবাদে বছর দুই থাকার পর কাশী যান। পরে কিছুকাল উদ্দেশ্যবিহীনভাবে তাঁর দিন কাটে। ১৯১১ খ্রী. ভারতের রাজধানী কলিকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হলে তিনি কেন্দ্রীয় সরকারের পি.ডব্লিউডি বিভাগে যোগ দিয়ে ৩০ বছর (১৯১১ – ৪১) কর্মরত অবস্থায় দিল্লীতে কাটিয়ে কলিকাতায় ফিরে আসেন। পরবর্তী কালে নিউ দিল্লী গঠনের কাজ শুরু হলে তিনি পি.ডব্লিউডি অফিসে কর্মরত থেকে ভারতের রাজধানী গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। দিল্পী থাকতেই তাঁর সাহিত্য-জীবন শুরু হয়। দিল্লীর প্রতিটি সাহিত্য অনুষ্ঠানের এবং প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের বিশিষ্ট কর্মী ছিলেন। তাঁর রচিত ‘ছেলেদের রবীন্দ্রনাথ’ কবির জীবিতকালে তাঁর সম্বন্ধে প্ৰথম ছোটদের জীবনী। বইটি পরে হিন্দী ও উর্দুতে অনূদিত হয়। মেটারলিঙ্কের ‘ব্লু বার্ড’ অবলম্বনে লেখা তাঁর ‘নীল পাখী’ বইটি উল্লেখযোগ্য। ছোটদের জন্য বহু গল্প, উপন্যাস, নাটক লিখে গেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৫।
পূর্ববর্তী:
« যামিনীকান্ত রায়
« যামিনীকান্ত রায়
পরবর্তী:
যামিনীনাথ বন্দ্যোপাধ্যায় »
যামিনীনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply