যাদবেন্দ্ৰনাথ পাঁজা (১৮৮৫ — ১৯৬১) বর্ধমান। আইন ব্যবসায় করতেন। মহাত্মা গান্ধীর আহ্বানে সর্বস্ব ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং দেশের কাজে বহুবার কারাবরণ করেন। দীর্ঘ ২০ বছর। বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। অবিভক্ত বাঙলার আইন পরিষদেরও তিনি সদস্য ছিলেন। দেশ স্বাধীন হবার পর রাজ্য মন্ত্রিসভায় যোগ দেন। মৃত্যুকালে প্ৰদেশ কংগ্রেসের সভাপতি পদে আসীন ছিলেন।
পূর্ববর্তী:
« যাদবচন্দ্র চক্রবর্তী
« যাদবচন্দ্র চক্রবর্তী
পরবর্তী:
যাদবেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় »
যাদবেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় »
Leave a Reply