যাদবচন্দ্র চক্রবর্তী (১৮৫৫ – ২৬-১১-১৯২৩) তেঁতুলিয়া-পাবনা। কৃষ্ণচন্দ্র। ‘পাটীগণিত প্রণেতা হিসেবে খ্যাতিমান। অল্পবয়সে পিতৃবিয়োগ হওয়ায় আর্থিক অসচ্ছলতার মধ্যেও পড়াশুনা করেন। ১৮৭৬ খ্ৰী. ১৫ টাকা বৃত্তি নিয়ে ময়মনসিংহ জিলা স্কুল থেকে এন্ট্রান্স , ২৫ টাকা বৃত্তি নিয়ে কলিকাতার জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে ১৮৭৮ খ্ৰী. এফ.এ. এবং ১৮৮০ খ্ৰী. বি.এ. পাশ করেন। প্রেসিডেন্সী কলেজের ছাত্র-বেতন তাঁর পক্ষে দেওয়া কষ্টসাধ্য হওয়ায় তিনি বি.এ. ক্লাশে ক্যাথিড্রাল মিশন কলেজে পদার্থবিদ্যা ও রসায়ন অধ্যয়ন করতেন। ১৮৮২ খ্ৰী. গণিতে এম.এ পাশ করেন। ১৮৮১ খ্রী. থেকে ৬ বছর কলিকাতার সিটি কলেজে এবং ১৮৮৭ খ্রী থেকে ২৮ বছর আলীগড় এম-এ-ও কলেজে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর দেশে ফিরে প্রথমে পাবনার সিরাজগঞ্জে ও পরে কলিকাতায় কাটান। সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও কিছুদিন অনারারী ম্যাজিষ্ট্রেটের পদে ছিলেন। সিটি কলেজে অধ্যাপনার সময় প্রবেশিকা পরীক্ষার্থীদের জন্য ‘পাটীগণিত’ গ্রন্থটি রচনায় ব্ৰতী হন। ১৮৯০ খ্রী. তাঁর ইংরেজী পার্টিগণিত প্রকাশিত হয়। পরে এই গ্ৰন্থ বাংলা, হিন্দী, উর্দু, অসমীয়া, মারাঠী ও নেপালী ভাষায় অনূদিত হয়। ১৯১২ খ্ৰী. তাঁর রচিত ‘বীজগণিত’ প্রকাশিত হয়। এছাড়া স্কুলের নিম্নশ্রেণীর ছাত্ৰ-ছাত্রীদের জন্যও তিনি কয়েকটি বই প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« যাত্রামোহন সেন
« যাত্রামোহন সেন
পরবর্তী:
যাদবেন্দ্ৰনাথ পাঁজা »
যাদবেন্দ্ৰনাথ পাঁজা »
Leave a Reply