যদুলাল মল্লিক (২৯-৪-১৮৪৪ — ৫-২-১৮৯৪) পাথুরিয়াঘাটা-কলিকাতা। মতিলাল। প্রথমে ওরিয়েন্টাল সেমিনারী ও পরে ১৮৬১ খ্রী. হিন্দু স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাশ করে প্রেসিডেন্সী কলেজে বিএ পর্যন্ত পড়েন। কিছুদিন আইন পড়েছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, অনারারি ম্যাজিষ্ট্রেটরূপে এবং ১৮৭৩–৮৫ খ্ৰী পর্যন্ত কলিকাতা মিউনিসিপ্যালিটির কমিশনার প্রভৃতি পদে থাকা কালে উচ্চপদে আসীন সরকারী কর্মচারীদের কঠোর সমালোচনার জনয কলিকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার হেনরি হ্যারিসন তাঁকে ‘দি ফাইটিং কক’ নাম দিয়েছিলেন। এইসময় তিনি বিবাহের সম্মতিদানের আইন, জুরীর বিচার প্রভৃতি বিষয়ে তুমুল আন্দোলন করেন। ১৮৭৯ খ্রী. সুবর্ণবণিক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত পণপ্ৰথা রহিত করার চেষ্টা করেন। দানশীল এবং শিক্ষার ব্যাপারে উৎসাহী ছিলেন। আর্থিক বিপর্যয়ের ফলে ওরিয়েন্টাল সেমিনারী উঠে যাবার উপক্রম হলে প্রচুর অর্থ দান করেন এবং দরিদ্র ছাত্রদের সাহায্যার্থে একটি অবৈতনিক বিভাগ প্রবর্তন করে ১৫০টি ছাত্রের বিনা ব্যয়ে পড়বার উপযোগী অর্থের সংস্থান করে দেন। এছাড়াও হিন্দুস্কুল, ডাফ সাহেবের স্কুল প্রভৃতিতে একাধিক বৃত্তির ব্যবস্থা করেছেন।
পূর্ববর্তী:
« যদুনাথ সার্বভৌম, মহামহোপাধ্যায়
« যদুনাথ সার্বভৌম, মহামহোপাধ্যায়
পরবর্তী:
যশোদারঞ্জন পাল »
যশোদারঞ্জন পাল »
Leave a Reply