যদুনাথ মুখোপাধ্যায়, ডাঃ (১৮৩৯ — ১৮৯৪) গরিবপুর—নদীয়া। কালিদাস। কৃষ্ণনগর কলেজ থেকে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং ১৮৬৬ খ্রী. প্ৰত্যেক বিভাগেই প্ৰথম হয়ে সেখানকার পড়া শেষ করেন। ধাত্রীবিদ্যায় বিশেষ অধিকার ছিল। তাঁর প্রথম কর্মক্ষেত্র রানাঘাট। এখানে থাকা কালে ‘ধাত্রী শিক্ষা’ গ্রন্থ রচনা করে প্রকাশ শুরু করেন। ১৮৭০ খ্রী. চুঁচুড়া যান। চুঁচুড়া নর্ম্যাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রদের জন্য ‘উদ্ভিদ বিচার’ গ্ৰন্থ রচনা করেন। ‘শরীর পালন’ তাঁর আর একটি গ্রন্থ। রানাঘাট থেকে কিছুকাল চিকিৎসা-বিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিকিৎসা দর্পণ’ ও কলিকাতায় এসে ‘ইন্ডিয়ান এম্পায়ার’ ইংরেজী সাপ্তাহিক প্ৰকাশ করেন। ‘চিকিৎসা কল্পদ্রুম’’ নামে একটি বৃহৎ গ্রন্থ রচনার চেষ্টা করেছিলেন। অল্পশিক্ষিত চিকিৎসকদের জন্য তিন খণ্ডে ‘সরল জ্বর চিকিৎসা’ গ্ৰন্থ রচনা করেন। বালকদের স্বাস্থ্য-চৰ্চায় উৎসাহিত করবার জন্য প্ৰতি বছর ৫ শত টাকা দিতেন। রচিত অন্যান্য গ্রন্থঃ ‘পল্লীগ্রাম’, ‘মেয়েদের নীতিশিক্ষা’, ‘সরল রোগ নির্ণয়’ ও ‘সরল ভেষজ প্রকাশ’। পুত্ৰ গিরিজানাথ কবি ও বার্তাবহ পত্রিকার পরিচালক ছিলেন।
পূর্ববর্তী:
« যদুনাথ মজুমদার, রায়বাহাদুর
« যদুনাথ মজুমদার, রায়বাহাদুর
পরবর্তী:
যদুনাথ সরকার, স্যার »
যদুনাথ সরকার, স্যার »
Leave a Reply