যদুনাথ পালিত (১৮৩৯ — ১৮৮৮) চন্দনগর। তাঁর শখের থিয়েটার দলে ১৮৭১ খ্রী. তাঁর পরিচালনায় মনোমোহন বসুর ‘প্রণয় পরীক্ষা’ অভিনীত হয়। চন্দননগরে এটিই প্ৰথম থিয়েটারী রীতিতে অভিনীত বাংলা নাটক। নাট্যসংস্থাটি উঠে গেলে তিনি বন্ধু হরিমোহন সুর, মহেন্দ্রনাথ নন্দী, প্রথমনাথ মিত্র, প্রমথনাথ বিশ্বাস, মতিলাল শেঠ প্ৰমুখের সহায়তায় ১-১০-১৮৭৩ খ্রী. চন্দননগর পুস্তকাগার প্রতিষ্ঠা করেন ও একটানা ১০ বছর তার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« যদুনাথ পাল
« যদুনাথ পাল
পরবর্তী:
যদুনাথ ভট্টাচাৰ্য বা যদুভট্ট »
যদুনাথ ভট্টাচাৰ্য বা যদুভট্ট »
Leave a Reply