যদুনাথ পাল ১ (১৮৮২ — ১৯৪৭)। আইনজ্ঞ ছিলেন। আইন ব্যবসায় পরিত্যাগ করে তিনি বঙ্গ-ভঙ্গ-রোধ আন্দোলনে এবং বিদেশী পণ্য বর্জনে আত্মনিয়োগ করেন। ফরিদপুরের বিখ্যাত নেতা অম্বিকা মজুমদারের অনুগামী ছিলেন। বহুবার কারাবরণ করেন। জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি একটি ব্যাঙ্কের প্ৰতিষ্ঠাতা।
যদুনাথ পাল ২ (১৯শ শতক)। ঘূর্ণি–কৃষ্ণনগর। আনন্দ। মানুষের পূর্ণাকৃতি মূর্তি নির্মাণে বিশেষ পারদর্শী এই মৃৎশিল্পীর খ্যাতি ইউরোপেও ছড়িয়ে পড়েছিল। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্ৰদৰ্শনীতে ইংরেজ সরকার থেকে তাঁকে মূর্তি-রচনার দায়িত্ব দেওয়া হত। মাটির মূর্তির মাধ্যমে বিশেষ সম্প্রদায় কিম্বা গোষ্ঠী বিশেষের জাতিগত রূপ ও বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতেও তাঁর অসাধারণ দক্ষতা ছিল। তাঁর গড়া ভারতের আদিম অধিবাসীদের মূর্তিগুলির একতি সেট কলিকাতা যাদুঘরে সংরক্ষিত আছে। তিনি কিছুদিন গভর্ণমেন্ট আর্ট স্কুলের মডেলিং-এর শিক্ষক ছিলেন। সমসাময়িক অনেক খ্যাতনামা ব্যক্তির মূর্তিও তিনি গড়েছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদে সংগৃহীত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি তাঁর কীর্তি।
পূর্ববর্তী:
« যদুনন্দন দাস
« যদুনন্দন দাস
পরবর্তী:
যদুনাথ পালিত »
যদুনাথ পালিত »
Leave a Reply