যদুনন্দন দাস। (১৫৩৭? — ১৬০৮)। মালিহাটী-নিবাসী বৈদ্যাকুলোদ্ভব প্ৰসিদ্ধ পদকর্তা। বৈষ্ণবসমাজে ‘যদুনন্দন দাস ঠাকুর’ নামে প্ৰসিদ্ধ। শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরাণীর মন্ত্রশিষ্য ছিলেন। তিনি ‘কৰ্ণানন্দ’ নামক ঐতিহাসিক গ্ৰন্থ এবং ‘গোবিন্দলীলামৃত’ ও ‘বিদগ্ধমাধবে’র বাংলা পদ্যানুবাদ করেন এবং অধিকাংশ কবিতার ভণিতায় ‘যদুনাথ দাস’ বলে আত্মপরিচয় দিয়েছেন।
পূর্ববর্তী:
« যদুনন্দন
« যদুনন্দন
পরবর্তী:
যদুনাথ পাল »
যদুনাথ পাল »
Leave a Reply