যতীশ গুহ (১৯০৫? – ১৯৪৬?) ঢাকা। ঢাকায় শিক্ষালাভের পর কলিকাতায় এসে ১৯৩০ খ্রী. এম.এ. ও ১৯৩১ খ্রী. বি-এল পাশ করে ছোট আদালতে ওকালতি শুরু করেন। গুপ্ত বিপ্লবী দলের কমিরূপে এবং পরে ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। কলিকাতায় অন্তরীণ সুভাষচন্দ্ৰ বসুর দেশত্যাগের ব্যাপারে সাহায্য করেন। ১৯৪২ খ্রী. গ্রেপ্তার হন এবং দিল্পী লালকেল্লায় বন্দী থাকেন। বন্দীদশায় নির্মম অত্যাচারের ফলে মারা যান।
পূর্ববর্তী:
« যতীন্দ্ৰবিমল চৌধুরী
« যতীন্দ্ৰবিমল চৌধুরী
পরবর্তী:
যদুনন্দন »
যদুনন্দন »
Leave a Reply