যতীন্দ্রলোচন মিত্র (১১-৪-১৮৯৫ – ২০-৬-১৯৬৮) কলিকাতা। অতি অল্পবয়সে তিনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পি, মিত্র ও সতীশচন্দ্ৰ বসুর প্রভাবে অনুশীলন সমিতিতে যোগ দেন। তিনি ও লাডলীমোহন মিত্র ছাত্রাবস্থায় বেআইনী ‘যুগান্তর’ (বিপ্লবীদের মুখপত্র) পুনর্মুদ্রিত করে প্রকাশ করতে থাকেন। বাঘা যতীনের নেতৃত্বে ভারত-জার্মান পরিকল্পনায় (১৯১৫) তিনি অংশগ্রহণ করেন। ১৯১৩ খ্রী. বিপ্লবীরা ‘স্বাধীন ভারতে’র যে প্ৰতীক তৈরী করেন তিনি সেই প্রতীকের পরিকল্পক ও উদ্ভাবক। বিপ্লবীদের অস্ত্রাগার ও অস্ত্ৰ মেরামতির কারখানা তিনিই পরিচালনা করতেন। বিপ্লবীদের কাছে এটি ‘লোচন মিন্ত্রির কারখানা’ নামে পরিচিত ছিল। ১৯১৫ খ্রী. বেঙ্গল ইঞ্জিনীয়ারিং কলেজে (শিবপুর) পড়ার সময় রিডা কোম্পানীর অপহৃত (১৯১৪) দুটি পিস্তল সহ তিনি ধরা পড়ে কারারুদ্ধ হন। মেদিনীপুর জেলে কারারুদ্ধ অবস্থায় কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে ঐতিহাসিক অনশন ধর্মঘটে তিনি অন্যান্য বিপ্লবীদের সঙ্গে অংশগ্ৰহণ করেন। ১৯২০ খ্রী. কারামুক্তির পর বিভিন্ন সময়ে তাকে বহু বছর অন্তরীণ অবস্থায় কাটাতে হয়। পরে তিনি গান্ধীজীর অসহযোগ আন্দোলনে আত্মনিয়োগ করেন। বন্ধু ও অনুরাগী মহলে তিনি ‘লোচন’ নামেই সমধিক পরিচিত ছিলেন। ব্যবহারিক জীবনে খ্যাতনামা, লব্ধপ্রতিষ্ঠ কনসাল্টিং ইঞ্জিনীয়ার এবং আর্কিটেক্ট ছিলেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রমোহন সেনগুপ্ত
« যতীন্দ্রমোহন সেনগুপ্ত
পরবর্তী:
যতীন্দ্ৰকুমার সেন »
যতীন্দ্ৰকুমার সেন »
Leave a Reply