যতীন্দ্রমোহন মুখার্জী (? – ২-৫-১৯৬৬) বিক্রমপুর–ঢাকা। ১৯১৯ খ্রী. বি-এ, ও ১৯২১ খ্রী. আইন পাশ করে কিছুদিন ওকালতি করেন। পরে আইন ব্যবসায় ছেড়ে সাংবাদিকতা বৃত্তি গ্ৰহণ করেন। ১৯২৪ খ্রী. দেশবন্ধু চিত্তরঞ্জনের ‘ফরোয়ার্ড’ পত্রিকায় যোগ দেন। মৃত্যুকালে অমৃতবাজার পত্রিকার চীফ রিপোর্টার ছিলেন। এককালে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক রিপোর্টার হিসাবে পরিচিত ছিলেন। তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী ও জাপান ভ্ৰমণ করেছেন। ভারত-পাকিস্তান সঙ্ঘর্ষের সময় রণক্ষেত্ৰও সফর করেছেন। কলিকাতা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রমোহন বাগচী
« যতীন্দ্রমোহন বাগচী
পরবর্তী:
যতীন্দ্রমোহন রায় »
যতীন্দ্রমোহন রায় »
Leave a Reply