যতীন্দ্রমোহন দত্ত, যমদত্ত (১৮৯৪ – ২৪-৯-১৯৭৫) কলিকাতা হাটখোলার দত্ত বংশের সন্তান। নারায়ণচন্দ্ৰ। সুলেখক। তের বছর বয়সে পাণিহাটীর প্রাণনাথ এইচই, স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় দশ টাকা বৃত্তি পান। এম.এস-সি ও বি.এল. পাশ করে পরে অর্থনীতিতে। বি-এ পাশ করেন। ১৯২০ খ্রী. স্যার সুরেন্দ্রনাথের সংস্পর্শে এসে রাজনীতিক্ষেত্রে উৎসাহী হন। ১৯৩৭ খ্রী. সম্পাদক হিসাবে হিন্দু মহাসভায় যোগ দেন। ১৯৪১ খ্রী আদমসুমারীতে বঙ্গদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ এ বিষয়ে বিস্তৃত গবেষণা করে অনেক বই লেখেন। হাইকোর্টের ব্যবহারজীবী। তিনি ইসলাম আইনে বিশেষজ্ঞ ছিলেন। সংখ্যাবিজ্ঞানে গবেষণার জন্য ১৯৭৫ খ্ৰী. তিনি ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্ৰী’ উপাধি পান। ‘যমদত্ত’ ছদ্মনামে নানা পত্র-পত্রিকায় তিনি বহু গল্প, রঙ্গরচনা, প্ৰবন্ধ প্ৰকাশ করেছেন। বাংলাদেশের অনেক প্রাচীন পরিবারের কাহিনী, প্রাচীন নিয়ম তাঁর লেখায় বিধৃত হয়েছে। যুগান্তর পত্রিকায় ধারাবাহিক ‘সেকালের কথা’ তাঁর শেষ জীবনের উল্লেখযোগ্য রচনা।
পূর্ববর্তী:
« যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা বাহাদুর
« যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা বাহাদুর
পরবর্তী:
যতীন্দ্রমোহন বাগচী »
যতীন্দ্রমোহন বাগচী »
Leave a Reply