যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা বাহাদুর (১৬-৫-১৮৩১ — ১০-১-১৯০৮)। কলিকাতা। হরকুমার। পাথুরিয়াঘাটার বিখ্যাত জমিদার বংশে জন্ম। তিনি পিতৃব্য প্ৰসন্নকুমারের বিপুল সম্পত্তির অধিকারী হন। হিন্দু কলেজের পড়া শেষ করে স্বগৃহে ইংরেজ শিক্ষকের কাছে ইংরেজী ও পণ্ডিতের কাছে সংস্কৃত শেখেন। অল্প বয়স থেকেই নাটক রচনা করতেন। তাঁরই চেষ্টায় ও উৎসাহে এদেশে থিয়েটার এবং ঐকতানবাদনের সূত্রপাত হয়। ১৮৬৫ খ্রী. পাথুরিয়াঘাটায় ‘বঙ্গনাট্যালয়’ স্থাপন করেন। এর আগেও তাদের বাড়িতে একটি রঙ্গমঞ্চ ছিল। সেখানে মাঝে মাঝে অভিনয় হত। সঙ্গীতমনা যতীন্দ্রমোহনের যত্নে ক্ষেত্ৰমোহন গোস্বামী দ্বারা ঐকতানবাদন প্ৰণালী এদেশে প্রথম সৃষ্ট হয় (১৮৫৮)। মেয়ো হাসপাতাল, দাতব্য সভা প্রভৃতিতে এবং বিধবাদের দুঃখ দূর করবার জন্য তিনি বহু অর্থ দান করেন। তাঁর উৎসাহে ‘Settled Estates Act’ এদেশে প্রচলিত হয়। তাঁর অনুপ্রেরণায় কবি মধুসূদন ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ রচনা করলে তিনি তা নিজব্যয়ে মুদ্রিত করেন। তাঁর একটি গ্রন্থসংগ্রহ ছিল। ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি এবং বঙ্গীয় ব্যবস্থাপক সভা, বড়লাটের শাসন-পরিষদ, শিক্ষা কমিশন, কলিকাতা বিশ্ববিদ্যালয়, যাদুঘর প্রভৃতির সদস্য ছিলেন। তিনি ইংরেজী, সংস্কৃত ও বাংলায় বহু প্ৰবন্ধ ও সঙ্গীত রচনা করেছেন। অল্পবয়সে লিখিত কাব্য ও গল্প-সঙ্কলন ‘ফ্লাইটস অফ ফ্যান্সি’, ‘বিদ্যাসুন্দর’ নাটক এবং স্তব ও সঙ্গীতের সঙ্কলন ‘গীতিমালা’ তাঁর সাহিত্যকীর্তির পরিচায়ক। রয়াল ফটোগ্রাফিক সোসাইটির তিনিই প্রথম ভারতীয় সদস্য (১৮৯৮)।
পূর্ববর্তী:
« যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়
« যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়
পরবর্তী:
যতীন্দ্রমোহন দত্ত, যমদত্ত »
যতীন্দ্রমোহন দত্ত, যমদত্ত »
Leave a Reply