যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায় (১৩-১১-১৮৮৯ – ১০-৯-১৯৮১)। সুঙ্গর-ঢাকা। আনন্দমোহন। বিশিষ্ট ভাষাবিদ ও বিভিন্ন ধর্মে সুবিদিত পণ্ডিত। ১৯১২ খ্রী. সংস্কৃতে এম.এ. পাশ করেন। বঙ্গীয় প্রশাসনের দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। ইংরেজী ও অন্যান্য ভাষায় বিভিন্ন ধর্ম সম্পর্কে প্ৰায় পঞ্চাশখানি গ্ৰন্থ রচনা করেন। কলিকাতার পার্শী সম্প্রদায় কর্তৃক তিনি সম্বর্ধিত হয়েছেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য
« যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য
পরবর্তী:
যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা বাহাদুর »
যতীন্দ্রমোহন ঠাকুর, মহারাজা বাহাদুর »
Leave a Reply