যতীন্দ্ৰবিমল চৌধুরী (২-১-১৯০৯ –১০-৭-১৯৬৪)। কধুরখীল–চট্টগ্রাম। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। পরে পশ্চিমবঙ্গ সংস্কৃত পরিষদের প্রধান সচিব নিযুক্ত হন। বহু সংস্কৃত নাটক ও গবেষণামূলক প্রবন্ধের রচয়িতা। তিনি ও তাঁর স্ত্রী শিক্ষাবিদ ডঃ রমা চৌধুরী ‘প্রাচ্যবাণী মন্দির’ প্রতিষ্ঠা করেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্ৰনাথ সেনগুপ্ত
« যতীন্দ্ৰনাথ সেনগুপ্ত
পরবর্তী:
যতীশ গুহ »
যতীশ গুহ »
Leave a Reply