যতীন্দ্ৰনাথ সেনগুপ্ত (১৮৮৭ — ১৯৫৪) হরিপুর-নদীয়া। বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে জন্ম। দ্বারকানাথ। খ্যাতনামা কবি। ১৯১১ খ্রী. শিবপুর কলেজ থেকে ইঞ্জিনীয়ারিং পাশ করে নদীয়া জেলা বোর্ড ও পরে কাশিমবাজার রাজ এস্টেটে কাজ করেন। গদ্য ও পদ্য উভয়বিধ রচনাতেই দক্ষতা ছিল। তাঁর বিশিষ্ট কাব্যধারা বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নিয়েছিল। রচিত গ্রন্থঃ ‘অনুপূর্বা’, ‘মরুমায়া’, ‘সায়ম’, ‘ত্রিযামা’, ‘কাব্যপরিমিতি’, ‘মরীচিকা’, ‘মরুশিখা’ প্রভৃতি। শেষবয়সে ‘ম্যাকবেথ’, ‘হ্যামলেট’, ‘ওথেলো’, ‘শ্রীমদ্ভগবদগীতা’, ‘কুমারসম্ভব’ ইত্যাদির অনুবাদ-কাজে আত্মনিয়োগ করেছিলেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায়
« যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায়
পরবর্তী:
যতীন্দ্ৰবিমল চৌধুরী »
যতীন্দ্ৰবিমল চৌধুরী »
Leave a Reply