যতীন্দ্রনাথ শেঠ (১৮৮৮ – ১৬-৮-১৯৭৪) কলিকাতা। ব্যবহারজীবী রাজেন্দ্রনাথ। অনুশীলন সমিতির পরিচালনায় বিশেষ অংশ গ্ৰহণ করেন। অগ্নিযুগে বিপ্লব প্রচেষ্টার সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ছিলেন। ৭৮ নং বিডন স্ট্রীটস্থ তাঁর পৈতৃক বাসগৃহ বিপ্লবীদের গুপ্ত কেন্দ্র ছিল। এই সূত্রে সমগ্র পরিবারকেই অশেষ পুলিসী নির্যাতন ভোগ করতে হয়েছে। স্বদেশী আন্দোলনের যুগে জাতীয় শিক্ষা পরিষদের (যাদবপুর) উদ্বোধনের দিন প্ৰথম ছাত্রদলের তিনি অন্যতম ছিলেন। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনিই প্ৰথম ভারতীয় স্নাতক। ভারতে দশমীকরণ আন্দোলনের উদ্যোক্তা, ‘ভারতীয় দশমিক সমিতি’র প্রতিষ্ঠাতা-সম্পাদক ফণীন্দ্রনাথ তাঁর অনুজ। তাঁর স্ত্রী শেফালিকা ‘সঙ্গীত শাস্ত্ৰকণিকা’ গ্ৰন্থ রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রনাথ মৈত্র
« যতীন্দ্রনাথ মৈত্র
পরবর্তী:
যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য »
যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য »
Leave a Reply