যতীন্দ্ৰনাথ রায়, কানু (১২৯৭ – ২৮-৫-১৩৬৯ বঙ্গাব্দ)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ. ক্লাশে ভর্তি হন। বাল্যকাল থেকেই খেলাধুলায় বিশেষ উৎসাহী ছিলেন। ১৯০৫ খ্রী কুচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের চেষ্টায় মোহনবাগান দলে যোগ দেন। ১৯১১ খ্রী. আইএফ-এ শীল্ড-বিজয়ী মোহনবাগান দলের তিনি অন্যতম খেলোয়াড়। ১৯১৭ খ্রী. পুলিস-বিভাগে যোগদান করেন এবং ১৯৪৭ খ্রী. এসপি, হন।
পূর্ববর্তী:
« যতীন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী
« যতীন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী
পরবর্তী:
যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায় »
যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায় »
Leave a Reply