যতীন্দ্রনাথ মৈত্র (৭-১২-১৮৮০ — ১৯৩৫) সুখদেবপুর-ফরিদপুর। পঞ্চানন। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবি পাশ করে ৪ বছর কলিকাতার কয়েকটি হাসপাতালে কাজ করেন। চক্ষুরোগ-চিকিৎসকরূপে খ্যাতিমান হন। মন্টেগু – চেমসফোর্ড শাসন-সংস্কারে নূতন ব্যবস্থাপক সভা গঠিত হলে ফরিদপুর থেকে সভার সদস্য নির্বাচিত হন। বাঙলার স্বাস্থ্যোন্নতি, ঢাকা ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সরকারের অর্থসাহায্য প্ৰদান, পুলিস খাতে ব্যয়হ্রাস এবং স্ত্রীলোকদের ভোটাধিকার প্রভৃতি প্রস্তাবের জন্য প্রসিদ্ধি অর্জন করেন। এইসময় ফরিদপুর জেলে অসহযোগ আন্দোলনে বন্দী বন্ধুদের সঙ্গে কারারক্ষীদের বিবাদ উপস্থিত হলে তিনি বিবৃতি প্রচার করে জেল-ব্যবস্থা বহুলাংশে পরিবর্তন করতে সক্ষম হন। ১৯২৭ খ্রী. থেকে আমৃত্যু কলিকাতা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, যতীন্দ্রমোহন সেনগুপ্তের পর ‘সেনগুপ্ত দলে’র সভাপতি, ১৯২৮ খ্ৰী. ফরিদপুর জেলা সম্মেলনের সভাপতি এবং বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস কমিটির সদস্য ও ফরিদপুর সেবা-সমিতির প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসাবে কাজ করে গেছেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন
« যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন
পরবর্তী:
যতীন্দ্রনাথ শেঠ »
যতীন্দ্রনাথ শেঠ »
Leave a Reply