যতীন্দ্রনাথ ভট্টাচার্য (২৮-১১-১৩০১ –- ৮-১-১৩৭৪ ব)। শিবপুর-ময়মনসিংহ। জগন্নাথ। খ্যাতনামা সাংবাদিক। দরিদ্র পরিবারে জন্ম। ৬ বছর বয়সে পিতৃবিয়োগ হয়। ময়মনসিংহ শহরে মাতুলের চেষ্টায় বিনা বেতনে ছাত্রবৃত্তি স্কুলে ভর্তি হন। ১২ বছর বয়সে ছাত্রবৃত্তি পাশ করে উচ্চ ইংরেজী বিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন। ১৯১৯ খ্রী. ঢাকা জগন্নাথ কলেজ থেকে বি.এ. পাশ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ. ক্লাশে ভর্তি হন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হলে পাঠ্যজীবনের অবসান ঘটে। ১৯৩১ খ্রী. আইন অমান্য আন্দোলনেও কারাবরণ করেন। যৌবনে তিনি বিনোদ চক্রবর্তী, ত্ৰৈলোক্য মহারাজ প্রভৃতি বিপ্লবীদের সংস্পর্শে আসেন। পরবর্তী জীবনে গান্ধীজীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ ছিল। ‘বঙ্গবাসী’ ও ‘হিতবাদী’ পত্রিকায় তাঁর সাংবাদিক জীবনের শুরু। আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠিত হলে তিনি বন্ধু সত্যেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে ঐ পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন ও ক্রমে বাণিজ্য-সম্পাদক পদে উন্নীত হন। আনন্দবাজার পত্রিকায় ১৮ বছর কাজ করার পর যুগান্তর পত্রিকায় প্রথম সম্পাদক হিসাবে কাৰ্যভার গ্ৰহণ করেন। এই সময় তিনি আর্থনীতিক সাপ্তাহিক পত্র ‘আর্থিক জগৎ’ প্ৰকাশ করেন। পত্রিকাটি ১৩/১৪ বছর চলেছিল। ১৯৫৩ খ্রী. পুনরায় আনন্দবাজার পত্রিকার বাণিজ্য-সম্পাদক হিসাবে কাজে যোগ দেন। ১৯২৯ খ্রী. ভূপতিমোহন সেন প্রতিষ্ঠিত পত্রিকা ‘জীবনবীমা’রও তিনি সম্পাদক ছিলেন। অর্থনীতি বিষয়ে বাংলা ভাষায় বিচারবুদ্ধি-সম্মত রচনার জন্য তিনি বিশেষ পরিচিত। কোম্পানী আইন, হিসাব.নিকাশ প্রভৃতি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা থাকায় তিনি বহু ব্যাঙ্ক ও জয়েন্ট কোম্পানীর প্রমোটার, ডাইরেক্টর এবং উপদেষ্টারূপে কাজ করেছেন।
পূর্ববর্তী:
« যতীন্দ্রনাথ দাস
« যতীন্দ্রনাথ দাস
পরবর্তী:
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন »
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন »
Leave a Reply