যতীন্দ্রনাথ দাস। (২৭-১০-১৯০৪ -– ১৩-৯-১৯২৯) কলিকাতা। বঙ্কিমবিহারী। ১৯২০ খ্ৰী. ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৮ –২৯ খ্রী. বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলেন। ১৯২১ খ্রী. পশ্চিমবঙ্গের বন্যার্তাদের যথাসাধ্য সাহায্য করেন। ১৯২৩ খ্ৰী. বিপ্লবী শচীন সানাল কলিকাতার ভবানীপুরে। ঘাঁটী করলে তিনি এই দলে যোগ দেন। পরে দক্ষিণেশ্বরের বিপ্লবী দলের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়। ১৯২৪ খ্ৰী. দক্ষিণ কলিকাতায় ‘তরুণ সমিতি’ প্রতিষ্ঠা করেন এবং এই সময় গ্রেপ্তার হয়ে ঢাকা জেলে প্রেরিত হন। জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে ২৩ দিন অনশন করেন। ১৪ জুন ১৯২৯ খ্রী. লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী হিসাবে লাহোর জেলে প্রেরিত হন। এখানে রাজবন্দীদের ওপর জেলকর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য অনশন শুরু করেন। এই সময় তাকে বহুবার জোর করে খাওয়াবার চেষ্টা করা হয়। ৬৩ দিন অনশনের পর তিনি মারা যান। এইভাবে মৃত্যুবরণ করার ফলে রাজবন্দীদের ওপর অত্যাচার প্রশমিত হয়েছিল। এই বীর শহীদের মৃতদেহ কলিকাতায় আনা হলে এক বিরাট মিছিল শোকযাত্রায় অনুগমন করে।
পূর্ববর্তী:
« যতীন্দ্রচরণ গুহ
« যতীন্দ্রচরণ গুহ
পরবর্তী:
যতীন্দ্রনাথ ভট্টাচার্য »
যতীন্দ্রনাথ ভট্টাচার্য »
Leave a Reply