যতীন্দ্ৰনাথ ঘোষাল। (২-৯-১৮৭৮ – ২৫-৪-১৯৬৮) বরাহনগর-চব্বিশ পরগনা। রাধিকাপদ। বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক। তিনি বাঘা যতীন, ডাঃ যাদুগোপাল মুখোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী প্ৰমুখের সংস্পর্শে আসেন ও বসিরহাট অঞ্চলে বিপ্লবী কর্মধারা বিস্তার করেন। চিকিৎসক হিসাবে তাঁর কর্মক্ষেত্রও ছিল সেখানে। যুবকদের মধ্যে লাঠিখেলা ও শরীরচর্চামূলক বিভিন্ন খেলাধূলার প্রবর্তন করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপ্লবীদের জন্য জাভা থেকে যে জাহাজে অস্ত্ৰ আসছিল, সেই জাহাজের একটি গন্তব্যস্থল ছিল বালেশ্বর। বিকল্প গন্তব্যস্থল ছিল সুন্দরবন। সুন্দরবন অঞ্চলে তিনি ও তাঁর সহকর্মীরা সাতদিন আলোক সঙ্কেত করে অপেক্ষা করেছিলেন। পরে পুলিশের চোখ এড়াতে নেপাল সরকারের চাকুরি নিয়ে চলে যান। বসিরহাটের কংগ্রেস সংগঠনের তিনি প্ৰথম সম্পাদক ও বহু জনহিতকর প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। আজীবন রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। পরিণত বয়সে বাংলা ভাষায় তাঁর রচিত ‘প্র্যাকটিস অফ মেডিসিন’ (২ খণ্ড), ‘অ্যানাটমি ও ফিজিওলজি’, ‘মেটিরিয়া মেডিকা’, ‘শিশু ও স্ত্রী চিকিৎসা’, ‘ইনজেকশন চিকিৎসা’ এবং ‘কম্পাউন্ডারী শিক্ষা’ গ্রন্থগুলি বিশেষ সমাদৃত হয়েছিল।
পূর্ববর্তী:
« যতীন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য
« যতীন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য
Leave a Reply