যতীন্দ্ৰকুমার সেন (১৮৮২ — ৩০-১১-১৯৬৬) বিহারের দ্বারভাঙ্গায় জন্ম। বাল্যকাল থেকে আঁকার ঝোঁক থাকায় স্কুল কলেজের শিক্ষা লাভ না ঘটলেও নিজের চেষ্টায় সাহিত্য ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথেষ্ট জ্ঞান অর্জন করেন। ১৯০১ খ্রী. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার সময় থেকে তিনি তাঁর সঙ্গে যুক্ত হন। এই প্রতিষ্ঠানের যাবতীয় বিজ্ঞাপন ও ওষুধ-প্রসাধনীর ছবি আঁকা, নাম লেখা, লেবেল ডিজাইন ইত্যাদির সম্পূর্ণ দায়িত্ব ছিল তাঁর উপর। সেই সঙ্গে সেকালের নানা বিখ্যাত পুস্তক ও পত্রিকায় ছবি, মলাট ও বিজ্ঞাপন এঁকেছেন। প্রথম রবীন্দ্র রচনাবলীর মলাটে রবীন্দ্ৰ প্রতিকৃতি তাঁরই আঁকা। ভারতের শ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে স্বীকৃতি পেয়েছেন। বাংলা লাইনোটাইপের স্রষ্টা তিনজনের তিনি অন্যতম। ‘রাতারাতি মহীরুহ হয়ে যাওয়া সাহিত্যিক পরশুরাম’ (রবীন্দ্রনাথের উক্তি) রচিত প্ৰথম অনেক কাহিনীর চিত্রাঙ্কণও ‘নারদ’ নামের আড়ালে যতীন্দ্ৰকুমারকে বিপুল খ্যাতি এনে দেয়। নিজে গান না গাইলেও এমন সুরজ্ঞান ছিল যে অনেককে গান শিখিয়েছেন। পিয়ানো ও অর্গান ভাল বাজাতেন, নাট্য প্রযোজনাও কিছু করেছেন। সেকালের চলচ্চিত্র জগতেও তাঁর ‘আডডা’ ছিল। চিত্রা সিনেমা হল-এর (বর্তমান মিত্ৰা) দেওয়াল চিত্র তাঁর আঁকা। অকৃতদার যতীন্দ্ৰকুমার ৬৫/৬৬ বছর প্রায় একটানা কলিকাতায় কাটিয়েছেন। রাজশেখর বসু এবং তাঁর পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জীবনের শেষ তিরিশ বছর তাঁর ঠিকানা ছিল রাজশেখর বসুর ৭২ বকুল বাগান রোডের বাড়ী-যদিও কখনও তিনি সেখানে থাকেন নি।
পূর্ববর্তী:
« যতীন্দ্রলোচন মিত্র
« যতীন্দ্রলোচন মিত্র
পরবর্তী:
যতীন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
যতীন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
Leave a Reply