যজ্ঞেশ্বর বেদান্তভূষণ (স্বামী নির্মলানন্দ) (৫-৭-১২৭৩ – ৪-৮-১৩৫৯ ব) হরিণাহাটী—কোটালি-পাড়া, ফরিদপুর। দীননাথ ঠাকুর চক্রবর্তী। তাঁর অন্যতম শিক্ষাগুরু ছিলেন ফরিদপুরের মাদারিপুরস্থ ‘জগদ্বন্ধু সংস্কৃত কলেজে’র প্রতিষ্ঠাতা শীতলচন্দ্ৰ বেদান্তভূষণ। শিক্ষা-শেষে কিছুদিন উক্ত কলেজের পরিচালনার দায়িত্ব পালন করেন। পরে কলিকাতায় এসে বাগবাজারে পশুপতি বসুর গৃহে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করতে থাকেন এবং নিজেও আনন্দচন্দ্ৰ। সার্বভেীমের কাছে ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন শুরু করেন। হুগলীর কোন্নগরের জমিদার শরচ্চন্দ্ৰ চট্টোপাধ্যায়ের উৎসাহে কোন্নগরে গিয়ে চতুষ্পাঠী খোলেন। সেখানে ব্ৰহ্মাত্র জমিও লাভ করেছিলেন। স্ত্রী-বিয়োগের পর কাশীধামে গিয়ে ওঙ্কারমঠের অধ্যক্ষের কাছে সন্ন্যাস-দীক্ষা নেন (১৩৪১ ব)। গুরুদেব নির্বাণলাভের পূর্বে (১৩৪২ বঃ) তাকে উক্ত মঠের মঠাধীশ নিযুক্ত করে যান। এরপর কোন্নগরে ‘ওঙ্কারমঠ’ স্থাপন করে সেখানেই বাস করতে থাকেন। ১৩৫৪ ব: অবধূত অবস্থা প্রাপ্ত হন। রচিত গ্ৰন্থ: ‘স্তোত্র গ্রন্থমালা, ‘তত্ত্বসার সন্দর্ভ’, ‘আগমনতত্ত্বসার সন্দর্ভঃ’।
পূর্ববর্তী:
« ম্যাক, জন
« ম্যাক, জন
পরবর্তী:
যতীন্দ্রচরণ গুহ »
যতীন্দ্রচরণ গুহ »
Leave a Reply