ম্যাক, জন (১২-৩-১৭৯৭ – ৩০-৪-১৮৪৫) এডিনবরা-স্কটল্যান্ড। শ্ৰীীরামপুর কলেজের অধ্যাপনার কাজে ১৮২১ খ্রী. বাঙলায় আসেন। রসায়নবিদ্যার অনুশীলনের জন্য উক্ত কলেজে গবেষণাগার স্থাপন করেন। ম্যাকের তত্ত্বাবধানে শ্রীরামপুরে মিশন প্রায় এক হাজার নদনদী ও শহর নির্দিষ্ট করে একখানি ভারতবর্ষের মানচিত্র রচনা করে। ‘Friend of India’ পত্রিকা সম্পাদনা তাঁর অন্যতম কাজ ছিল। তাঁর বাংলা রচনা ‘কিমিয়া বিদ্যার সার বা রসায়নের মূলকথা’ ১৮৩৪ খ্ৰী. প্রকাশিত হয়। গ্ৰন্থটি এই বিষয়ে বাংলা ভাষায় প্রথম রচনা।
পূর্ববর্তী:
« মৌলানা আবদুল মজিদ শাহ (রঃ)
« মৌলানা আবদুল মজিদ শাহ (রঃ)
Leave a Reply