মোহিনী সেন (খাস্তগীর) (১৯-৩-১৮৬০ – ৬-৫-১৮৯৪) চট্টগ্রাম। খ্যাতনামা ডাক্তার অন্নদাচরণ খাস্তগীর। আরাকান খ্রীস্টান ফিমেল স্কুলে পড়ার পর কলিকাতায় ভাই প্ৰতাপচন্দ্র মজুমদারের গৃহে থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ‘নেটিভ লেডিজ নর্মাল অ্যান্ড অ্যাডাল্ট স্কুলের প্রথম শিক্ষয়িত্রীদের তিনি অন্যতম। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের পুত্রবধু মোহিনী দেবী আচার্যের দৈনিক প্রার্থনার অনুলেখক ছিলেন। কিছুদিন ‘পরিচারিকা’ পত্রিকাটি সম্পাদনা করেন। চিত্রাঙ্কনে ও পিয়ানো বাজনায় দক্ষতা ছিল।
পূর্ববর্তী:
« মোহিনী রায়
« মোহিনী রায়
পরবর্তী:
মোহিনীমোহন চক্রবর্তী »
মোহিনীমোহন চক্রবর্তী »
Leave a Reply