মোহিনীমোহন মিশ্র। ভারতীয় সঙ্গীতে বহুমুখী প্রতিভার অধিকারী প্ৰখ্যাত শিল্পী। ‘মুরারি সম্মেলন, ‘নিখিল বঙ্গ সঙ্গীত সম্মেলন’ প্রভৃতি আসরে তিনি ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুংরি শুনিয়ে শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন। যন্ত্রীসঙ্গীতেও তাঁর পারদর্শিতা ছিল। বহু অনুষ্ঠানে তিনি বীণা, সুররঞ্জন, সুরচয়ন ও সুরায়ন বাজিয়েছেন। ভাল সঙ্গতকারও ছিলেন। কলিকাতা বেতার-কেন্দ্ৰে স্বরচিত বাংলা গানও গাইতেন।
পূর্ববর্তী:
« মোহিনীমোহন চট্টোপাধ্যায়
« মোহিনীমোহন চট্টোপাধ্যায়
পরবর্তী:
মোহিনীমোহন রায় »
মোহিনীমোহন রায় »
Leave a Reply