মোহিনীমোহন চট্টোপাধ্যায় (১৮৫৮ — ১৯৩৬)। প্ৰখ্যাত অ্যাটর্নি, জনসেবক ও সাহিত্যিক। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম,এ,বি-এল ও পরে অ্যাটর্নিশিপ পাশ করেন। থিওসফি আন্দোলনের উৎসাহী কমিরূপে ঐ আন্দোলনের নেত্রী মাদাম ব্লাভীটুস্কির একান্ত-সচিব হয়ে তিনি ১৮৮৩ খ্রী. ইউরোপ যান। ১৮৮৯ খ্রী. দেশে ফিরে এসে অ্যাটর্নির ব্যবসায় আরম্ভ করেন। কর্মজীবনে সামাজিক ও জনসেবামূলক বহুবিধ কাজেও তাঁর সক্রিয় উদ্যম বিশেষ উল্লেখযোগ্য। পরমহংস শিবনারায়ণ স্বামীর শিষ্য ছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি’, ‘হিস্টরি অ্যাজ এ সায়েন্স’, ‘ভিক্ষার ঝুলি’, ‘জীবন-প্রবাহ’ (কবিতা), ‘পরমহংস শিবনারায়ণ স্বামীর ভ্ৰমণ বৃত্তান্ত’ প্রভৃতি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জামাতা। বিশিষ্ট আইনজীবী ও গবেষক তপনমোহন তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« মোহিনীমোহন চক্রবর্তী
« মোহিনীমোহন চক্রবর্তী
পরবর্তী:
মোহিনীমোহন মিশ্র »
মোহিনীমোহন মিশ্র »
Leave a Reply