মোহিনীমোহন চক্রবর্তী (১৮৩৯ — ১৯২২) এলাঙ্গি-নদীয়া। সিনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম হন। ২২ বছর বয়সের সময় পিতার মৃত্যু হওয়ায় কুষ্টিয়ায় কেরানীর কাজ নেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটশিপ পাশ করে বিচারক হন। ১৯০৫/০৬ শ্ৰী নিজের সামান্য মূলধন নিয়ে বাড়ির উঠানে মাত্র ৮ খানা তাত নিয়ে চক্রবর্তী ব্রাদার্স নামে কাপড়ের মিল প্রতিষ্ঠা করেন। ঐ মিলই ক্ৰমে বড় হয়ে ১৯০৮ খ্রী. ‘মোহিনী মিলস লিমিটেড’ নামে খ্যাত হয়। তাঁর পুত্র গিরিজাপ্রসন্ন এই মিলের ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন এবং অন্নপূর্ণ কটন মিলস। ও দ্বিতীয় মোহিনী মিলস স্থাপন করেছিলেন।
পূর্ববর্তী:
« মোহিনী সেন (খাস্তগীর)
« মোহিনী সেন (খাস্তগীর)
পরবর্তী:
মোহিনীমোহন চট্টোপাধ্যায় »
মোহিনীমোহন চট্টোপাধ্যায় »
Leave a Reply