মোহিনী দেবী (১৮৬৩ – ২৫-৩-১৯৫৫) বেউথা-ঢাকা। রামশঙ্কর সেন। ১২ বছর বয়সে তারকচন্দ্ৰ দাশগুপ্তের সঙ্গে বিবাহ হয়। ভিক্টোরিয়া স্কুলের প্রথম হিন্দু ছাত্রী। রামতনু লাহিড়ী, শিবনাথ শাস্ত্রী প্রভৃতির কাছে শিক্ষালাভ করেন। পরে ইউনাইটেড মিশনের শিক্ষিকদের কাছে ইংরেজী শেখেন। সমাজকল্যাণমূলক কাজ ও স্বাধীনতা আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছিলেন। ১৯২১–২২ খ্রী. গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ও ১৯৩০–৩১ খ্রী. আইন অমান্য আন্দোলনে সরকার-বিরোধী কাজে নেতৃত্ব করে কারাবরণ করেন। ‘নিখিল-ভার মহিলা সম্মিলনীর সভানেত্রী হিসাবে তাঁর ভাষণ প্ৰশংসিত হয়। গান্ধীজীর আদর্শে অবিচলিত নিষ্ঠা ছিল। ১৯৪৬ খ্রী. কলিকাতায় দাঙ্গার সময় দাঙ্গা-আধুষিত মুসলমান-প্রধান অঞ্চল এন্টনিবাগানে নিজের বাড়িতে থেকে হিন্দু-মুসলমানের ঐক্যের বাণী প্রচার করেন। ‘দি স্কাভেঞ্জার্স ইউনিয়ন অব বেঙ্গল’ এবং ‘জুটি ওয়ার্কার্স ইউনিয়নে’র প্রেসিডেন্ট তাঁর কন্যা প্ৰভাবতী দাশগুপ্ত ১৯২৭-২৮ থেকে ১৯৩০ – ৩১ খ্রী. পর্যন্ত শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তিত্ব।
পূর্ববর্তী:
« মোহিতলাল মজুমদার
« মোহিতলাল মজুমদার
পরবর্তী:
মোহিনী মণ্ডল »
মোহিনী মণ্ডল »
Leave a Reply