মোহিতলাল মজুমদার (২৬-১০-১৮৮৮ – ২৬-৭-১৯৫২) বলাগড়-হুগলী। নন্দলাল। ১৯০৪ খ্রীঃ এন্ট্রান্স এবং ১৯০৮ খ্ৰী. বি.এ. পাশ করেন। দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করার পর ১৯২৮ – ৪৪ খ্রী. পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন। কবি, সাহিত্য-সমালোচক ও প্ৰবন্ধকাররূপে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই এই বিতর্কিত সাহিত্য-প্ৰতিভার কাব্য আপন বৈশিষ্ট্যে প্রোজিল হয়ে উঠেছিল। বঙ্গসাহিত্য প্রসঙ্গে তিনি সৃজনধর্মী আলোচনা করে গিয়েছেন। অনেক মাসিক পত্রিকায়, বিশেষ করে ভারতীতে কবিতা লিখতেন। বঙ্কিমচন্দ্ৰ-প্ৰতিষ্ঠিত ‘বঙ্গদর্শন’ পত্রিকা তৃতীয় পর্যায়ে প্রকাশ ও সম্পাদনা করেন। শনিবারের চিঠির নিয়মিত লেখক ছিলেন। মাঝে মাঝে ‘কৃত্তিবাস ওঝা’, ‘চামারখায়-আম’, ‘সব্যসাচী’, ‘সত্যসুন্দর দাস’ ছদ্মনামে লিখতেন। রচিত কাব্যগ্রন্থ: ‘বিস্মরণী’, ‘স্বপন পসারী’, ‘দেবেন্দ্র-মঙ্গল’, ‘হৈমন্ত গোধূলি’, ‘কাব্য মঞ্জুষা’, ‘স্মরগরল’; সনেট সঙ্কলন : ‘ছন্দ চতুর্দশী’; প্ৰবন্ধ গ্রন্থ: ‘সাহিত্য বিতান’, ‘আধুনিক বাংলা সাহিত্য’, ‘বিবিধ প্ৰবন্ধ’, ‘শ্ৰীকান্তের শরৎচন্দ্ৰ’, ‘বঙ্কিম বরণ’, ‘সাহিত্য বিচার’, ‘রবি-প্ৰদক্ষিণ’, ‘বাংলার নবযুগ’, ‘কবি শ্ৰীমধুসূদন’, ‘বাংলা কবিতার ছন্দ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মোহিতলাল মজুমদার
« মোহিতলাল মজুমদার
পরবর্তী:
মোহিনী দেবী »
মোহিনী দেবী »
Leave a Reply