মোহিতমোহন মৈত্ৰ (? – ২৮-৫-১৯৩৩) নতুন ভারেঙ্গা-পাবনা। হেমচন্দ্র। ব্রিটিশরাজ-বিরোধী। ক্রিয়াকলাপের অভিযোগে ফেব্রুয়ারী ১৯৩২ খ্ৰী. পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি থেকে রিভলবার ও গোলাবারুদ পাওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে আন্দামানের সেলুলার জেলে পাঠান হয়। সেই বন্দীশিবিরে অনশন ধর্মঘট করে যে কয়জন বিপ্লবী প্ৰাণ উৎসর্গ করেন মোহিতমোহন তাদের অন্যতম। মোহনকিশোর, নমোদাস এবং মহাবীর সিং নামে অপর তিনজন বন্দীও এই অনশনে প্ৰাণ দেন।
পূর্ববর্তী:
« মোহিতচন্দ্ৰ সেন
« মোহিতচন্দ্ৰ সেন
পরবর্তী:
মোহিতলাল মজুমদার »
মোহিতলাল মজুমদার »
Leave a Reply