মোহিতচন্দ্ৰ সেন (১১-১২-১৮৭০ – ৯-৬-১৯০৬)। জয়কৃষ্ণ। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা ও মেট্রোপলিটান কলেজ থেকে এফ.এ. এবং প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৮৮ খ্রী. ইংরেজী ও দর্শনশাস্ত্ৰে প্ৰথম শ্রেণীর অনার্সসহ বি.এ. পাশ করেন। ১৮৮৯ খ্রী. এম-এ পরীক্ষায় দর্শনশাস্ত্ৰে প্ৰথম শ্রেণীতে দ্বিতীয় হন। তারপর মাত্র ১৮/১৯ বছর বয়স থেকে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। শেষ-জীবনে কুচবিহার ভিক্টোরিয়া কলেজে ইংরেজীর অধ্যাপক নিযুক্ত ছিলেন। তিনি পৈতৃক সূত্রে কেশবচন্দ্র ও নববিধান সমাজের প্রতি আকৃষ্ট হন এবং সমাজের বক্তারূপে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর ধর্মব্যাখায় মুগ্ধ হয়ে ভগিনী নিবেদিতা জাতীয়তার মন্ত্র-প্রচারে তাঁর সহযোগিতা কামনা করেন। ইংরেজী সাহিত্যের ব্যাখ্যাতা হিসাবেও খ্যাতি ছিল। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে আকৃষ্ট হয়ে ব্ৰহ্মচর্যবিদ্যালয়ে যোগদানের পর কবির অর্থকৃচ্ছতার সময় এক হাজার টাকা দান করেন এবং নিজেও কঠিন দারিদ্র্যবরণ করেন। ১৯০৫ খ্রী স্বদেশী আন্দোলনে যোগ দেন এবং কার্লাইল সার্কুলারের প্রতিবাদে বিভিন্ন সভায় বক্তৃতা করেন। রবীন্দ্রনাথের কবিতা শ্রেণীবদ্ধ করে প্রথম কাব্যগ্রন্থ সম্পাদনা তাঁর জীবনের অন্যতম প্ৰধান কীর্তি। রচিত গ্ৰন্থ : ‘The Elements of Moral Philosophy’, ইংরেজী ছন্দে অনূদিত ‘The Mundak upanisad’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মোহিতকুমার মৈত্র
« মোহিতকুমার মৈত্র
পরবর্তী:
মোহিতমোহন মৈত্ৰ »
মোহিতমোহন মৈত্ৰ »
Leave a Reply