মোহাম্মদ মোর্তজা, ডাঃ (১-৪-১৯৩১ — ১৪-১২-১৯৭১) চণ্ডীপুর-চব্বিশ পরগনা। ১৯৪৬ খ্রী ম্যাট্রিক পাশ করেন। ১৯৪৮ খ্রী. কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে আইএস-সি. পাশ করে ১৯৫০ খ্রী. ঢাকায় চলে যান এবং সেখানকার মেডিক্যাল কলেজ থেকে ১৯৫৪ খ্রী. এম.বি.বি.এস. ডিগ্ৰী লাভ করেন। ১৯ নভেম্বর ১৯৫৬ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী মেডিক্যাল অফিসারের পদে যোগ দিয়ে আমৃত্যু ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। লেখক হিসাবেও তাঁর পরিচিতি ছিল। রচিত উল্লেখযোগ্য প্ৰবন্ধ গ্ৰন্থ : ‘জনসংখ্যা ও সম্পদ’, ‘প্রেম ও বিবাহের সম্পর্ক’, ‘পাক-ভারত সংঘর্ষের তৎপর্য’ প্রভৃতি। ‘চরিত্ৰহানির অধিকার’ তাঁর রচিত উপন্যাস। তাছাড়া ‘চিকিৎসাশাস্ত্রের কাহিনী’ নাম দিয়ে একটি অনুবাদ-গ্ৰন্থও প্রকাশ করেন। ‘চিকিৎসাবিদ্যা পরিভাষা’ সম্পাদনা করেন। গল্প এবং কবিতা রচনায়ও তাঁর হাত ছিল। ‘কপোত’ পত্রিকায় তিনি ‘রাজনীতির পরিচয়’ নামে ধারাবাহিকভাবে এবং গণশক্তি পত্রিকায় বেনামে ‘দেশে দেশে মুক্তিযুদ্ধ’ কলামটি লিখতেন। ১৯৬৭ খ্রী. থেকে তৎকালীন পূর্ব-পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় সদস্য ছিলেন। পাক-সামরিক অফিসারদের নির্দেশে আল-বদর-বাহিনীর লোকেরা ১৪ ডিসেম্বর ১৯৭১ খ্রী. তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। ৪ জানুয়ারী ১৯৭২ খ্ৰী. অন্যান্য শহীদ বুদ্ধিজীবীদের সঙ্গে মীরপুর বাজারের কাছে তাঁর মৃতদেহ আবিষ্কৃত হয়।
পূর্ববর্তী:
« মোহাম্মদ মোদাব্বের
« মোহাম্মদ মোদাব্বের
পরবর্তী:
মোহাম্মদ লুৎফর রহমান »
মোহাম্মদ লুৎফর রহমান »
Leave a Reply