মোহনলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯ – ১৪-১-১৯৬৯) কলিকাতা। মণিলাল। মাতামহ অবনীন্দ্রনাথ ঠাকুর। অল্প বয়স থেকেই গল্প লিখতে শুরু করেন। তাঁর প্রথম প্ৰকাশিত ‘সোনার ঝরণা’ শিশুদের উপযোগী গ্ৰন্থ। হেয়ার স্কুল, প্রেসিডেন্সী কলেজ ও লন্ডন স্কুল অফ ইকনমিকস-এ পড়াশুনা করেছেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে জড়িত ছিলেন। পরিসংখ্যানবিদ হিসাবে তাঁর খ্যাতি ছিল। তাঁর চেক স্ত্রী মিলাডা দেবী বাঙলাদেশের পাঁচালী ও মেয়েদের ব্ৰতকথা চেকভাষায় অনুবাদ করেন। তাঁর রচিত ‘বোর্ডিং ইস্কুল’, ‘বাবুইয়ের অ্যাডভেঞ্চার’, ‘লাফা যাত্রী’, ‘চরণিক’, ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’ (অনুবাদ) বাঙলার কিশোর সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘অসমাপ্ত চট্টাব্দ’, ‘দক্ষিণের বারান্দা’, ‘পুনর্দর্শনায় চ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« মোহনলাল
« মোহনলাল
পরবর্তী:
মোহাম্মদ আকরম খাঁ »
মোহাম্মদ আকরম খাঁ »
Leave a Reply