মোবারক গাজী, পীর। ১৭শ শতাব্দীর শেষভাগ থেকে ১৮শ শতাব্দীর প্রথম পাদ পর্যন্ত সমগ্ৰ বঙ্গে ঐশীশক্তিধর। ফকির ও মানবপ্ৰেমিক বলে খ্যাত ছিলেন। তিনি অন্যতম বড় খাঁ (শ্রেষ্ঠ) গাজী ব’লেও পরিগণিত হতেন। হিন্দু-মুসলমান-নির্বিশেষে তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর কৃপায় চব্বিশ পরগনা অঞ্চলের মেদনমল্ল পরগনার ভূস্বামী মদন রায় তৎকালীন বঙ্গের শাসনকর্তা শায়েস্তা খাঁর (মতান্তরে মুর্শিদকুলি খাঁর) দণ্ড থেকে মুক্তি পেয়ে পীরের উদ্দেশে ক্যানিং থানার খুঁটিয়ারী পল্লীতে দরগাহ, মসজিদ প্রভৃতি নির্মাণ করে দেন। এই স্থানে পীর মোবারকের কবরও আছে। চব্বিশ পরগনার এই ঘুঁটিয়ারী-শরিফে এখনও প্ৰতি বছর ৭ই আষাঢ় তারিখে পীর মোবারকের মৃত্যুদিনে বিরাট ধর্মোৎসব (ফাতেহা) ও মেলা হয়। ধর্মপ্ৰাণ মুসলমানদের এটি একটি তীর্থক্ষেত্র।
পূর্ববর্তী:
« মোফাজ্জল হায়দার চৌধুরী
« মোফাজ্জল হায়দার চৌধুরী
পরবর্তী:
মোরশেদুল ইসলাম »
মোরশেদুল ইসলাম »
Leave a Reply