মোফাজ্জল হায়দার চৌধুরী (২২-৬-১৯২৬ –ডিসেম্বর ১৯৭১) খালিশপুর-নোয়াখালী। বাংলা ভাষায় শতকরা ৮৩ নম্বর পেয়ে ১৯৪২ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। বি.এ. (অনার্স) পরীক্ষায় কৃতিত্বের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘আশুতোষ প্রাইজ’ এবং ‘সুরেন্দ্ৰনলিনী স্বর্ণপদক’ দিয়েছিল। ১৯৫৩ খ্রী. প্ৰাইভেট পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্ৰথম হয়ে বাংলায় এম.এ ডিগ্ৰী লাভ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন ধ্বনি-তত্ত্ব অধ্যয়ন করেন। ঢাকা জগন্নাথ কলেজে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক ছিলেন। ১৯৭১ খ্রী. রীডার পদে উন্নীত হন। বাঙলাদেশে রবীন্দ্ৰ-সাহিত্যের পণ্ডিতদের মধ্যে তাঁর এক বিশিষ্ট স্থান ছিল। শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর রচিত গ্ৰন্থ : ‘বাংলা বানান ও লিপি সংস্কার’, ‘রবি পরিক্রমা’, ‘সাহিত্যে নব রূপায়ণ’, ‘ভাষা ও সংস্কৃতি-সমীক্ষা’, ‘কলোকয়েল বেঙ্গলী’, ‘রঙ্গিন আখর’ প্রভৃতি। পূর্ব-পাকিস্তানের মুক্তিযুদ্ধকালে পাক ফৌজের নিয়োজিত আল-বদর বাহিনী কর্তৃক তিনি ধৃত হয়ে নিখোঁজ হন।
পূর্ববর্তী:
« মোফাজ্জল হায়দার চৌধুরী
« মোফাজ্জল হায়দার চৌধুরী
পরবর্তী:
মোবারক গাজী, পীর »
মোবারক গাজী, পীর »
Leave a Reply