মোজাম্মেল হক (১৮৬০ — ১৯৩৬) শান্তিপুর—নদীয়া। খ্যাতনামা সাহিত্যিক ও শিক্ষাবিদ। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘হিজরত মোহাম্মদ’, ‘অপূর্ব দর্শন’, ‘ইসলাম সঙ্গীত’, ‘মহর্ষি মনসুর’, ‘তাপস কাহিনী, ‘শাহনামা’, ‘টিপু সুলতান’, ‘হাতেমতাই’, ‘দরাফখান গাজী’, ‘ফেরদৌসী চরিত’ প্রভৃতি। তিনি ‘শান্তিপুর’ নামে মাসিকপত্র এবং ‘লহরী’ ও ‘মোসলেম ভারত পত্রিকা সম্পাদনা করেন। শেষোক্ত পত্রিকাতেই কবি নজরুলের প্রথম জীবনের শ্রেষ্ঠ রচনাগুলি প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« মোখতার শহীদ
« মোখতার শহীদ
পরবর্তী:
মোফাজ্জল হায়দার চৌধুরী »
মোফাজ্জল হায়দার চৌধুরী »
Leave a Reply