মোক্ষদায়িনী দেবী (আনুমানিক ১৮৪৮ — ১৯৩০) কলিকাতা। গিরিশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়। ডাবলিউ. সি. ব্যানার্জীর সহোদরা। স্বামী শশিভূষণ মুখোপাধ্যায়। তিনি এপ্রিল ১৮৭০ খ্রী. প্ৰথম মহিলা পাক্ষিক পত্র ‘বাংলা মহিলা’ সম্পাদনা করেন। রচিত গ্ৰন্থ: ‘বন-প্রসূন’, ‘সফল স্বপ্ন’, ‘কল্যাণ প্ৰদীপ’ প্রভৃতি। প্রথমোক্ত গ্রন্থে ‘বাঙ্গালীর বাবু’ কবিতাটি কবি হেমচন্দ্রের ‘বাঙ্গালীর মেয়ে’ শীর্ষক-বিদ্যুপাত্মক কবিতার পাল্টা জবাব।
পূর্ববর্তী:
« মোক্ষদাচরণ সামাধ্যায়ী
« মোক্ষদাচরণ সামাধ্যায়ী
পরবর্তী:
মোখতার শহীদ »
মোখতার শহীদ »
Leave a Reply