মৈনুল হক চৌধুরী (১৯২২ — ১৯৭৭) সোনাবাড়িঘাট-কাছাড়, আসাম। ব্যবহারজীবী এবং রাজনৈতিক নেতা। শিক্ষা শিলচর, গৌহাটি, কলিকাতা ও আলীগড়ে। আসামের মন্ত্রিসভার সদস্যরূপে প্ৰশাসনে বিশেষ দক্ষতার পরিচয় দেন। ইন্দিরা গান্ধী মন্ত্রিসভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। রাষ্ট্রসঙেঘ ভারতের প্ৰতিনিধিত্ব করেন। কাছাড়ে চিনির কল এবং কাগজের কল স্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন।
পূর্ববর্তী:
« মেরি কার্পেন্টার
« মেরি কার্পেন্টার
পরবর্তী:
মোঃ আফছার আলী (মা) »
মোঃ আফছার আলী (মা) »
Leave a Reply