মেরি কার্পেন্টার (৩-৪-১৮০৭ — ১৪-৬-১৮৭৭) এক্সিটার-ইংল্যান্ড। একেশ্বরবাদী ধর্মযাজক ল্যান্ট কার্পেন্টার। পিতারকাছ থেকে ধর্মবিশ্বাস ও মানবসেবার আদর্শে দীক্ষালাভ করে ইংলন্ডে নিরাশ্রয়, অনাথ বালক-বালিকাদের এবং অপরাধ-প্রবণ শিশুদের সংশোধনের জন্য তিনি অনেকগুলি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ব্রিস্টল ওয়ার্কিং অ্যান্ড ভিজিটিং সোসাইটি স্থাপনে (১৮৩৫) তাঁর উৎসাহ ছিল ও ২০ বছরের বেশী সময় তিনি তাঁর সম্পাদক ছিলেন। ‘ইউথফুল অফেন্ডার্স অ্যাক্ট’ (১৮৫৪) তাঁরই চেষ্টায় বিধিবদ্ধ হয়। তাঁর রচিত ‘আওয়ার কনভিক্টস’ (১৮৬৪) নামক পুস্তক প্রকাশিত হলে কারাসংস্কার আন্দোলন আরম্ভ হয়। পিতৃবন্ধু রামমোহনের সঙ্গে পরিচয়ের ফলে ভারত সম্পর্কে শ্ৰদ্ধান্বিত হন। স্ত্রীশিক্ষার উন্নতি, রিফর্মেটরী স্কুল স্থাপন ও কারা-সংস্কারের উদ্দেশ্যে মোট ৪ বার ভারতে আসেন। স্থানীয় ইংরেজ রাজপুরুষ ও বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয় এবং বিদ্যালয় ও কারাগার পরিদর্শনে ভারতে তিনি ব্যাপক ভ্ৰমণ করেন। প্ৰধানত তাঁর চেষ্টায় ১৮৬৭ খ্রী. ‘বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন’ এবং কেশবচন্দ্রের দ্বিতীয়বার বিলাত-ভ্ৰমণের সময়ে ১৮৭০ খ্রী ব্রিস্টলে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। তাঁর উল্লেখযোগ্য রচনা : ‘লাস্ট ডেজ ইন ইংল্যান্ড অফ দি রাজা রামমোহন রায়’, ‘সিক্স মান্থস ইন ইন্ডিয়া’ (২ খণ্ড)।
পূর্ববর্তী:
« মেঘনাদ সাহা, ড.
« মেঘনাদ সাহা, ড.
পরবর্তী:
মৈনুল হক চৌধুরী »
মৈনুল হক চৌধুরী »
Leave a Reply